সিলেট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-02-01 18:14:38.0 BdST Updated: 2014-02-01 18:14:38.0 BdST
শনিবার দুপুরে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত সিলেট ও সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছে, আর সেটা জানুয়ারি থেকেই পাবেন তারা।
ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে যাচাই-বাছাই কমিটি গঠন করা হবে এবং বাছাই শেষে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
এই অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোর্শেদ খান, কবির আহমদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস